জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সাথে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ ব্যবহার না করতে নির্দেশ

অধিভুক্ত সকল কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউট ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহের নামের সাথে ‘বিশ্ববিদ্যালয় কলেজ শব্দের ব্যবহার থেকে বিরত থাকা প্রসঙ্গে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সাথে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ ব্যবহার না করতে নির্দেশ এ প্রসঙ্গে বিজ্ঞপ্তি

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ শব্দ ব্যবহার করা হচ্ছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশন-এর পরিপন্থী। এমতাবস্থায় সংশ্লিষ্ট কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহকে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একই সাথে আগামী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে

ফাহিমা সুলতানা

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত)

জাতীয় বিশ্ববিদ্যালয়।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now