অধিভুক্ত সকল কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউট ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহের নামের সাথে ‘বিশ্ববিদ্যালয় কলেজ শব্দের ব্যবহার থেকে বিরত থাকা প্রসঙ্গে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সাথে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ ব্যবহার না করতে নির্দেশ এ প্রসঙ্গে বিজ্ঞপ্তি
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ শব্দ ব্যবহার করা হচ্ছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশন-এর পরিপন্থী। এমতাবস্থায় সংশ্লিষ্ট কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহকে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একই সাথে আগামী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে
ফাহিমা সুলতানা
কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত)
জাতীয় বিশ্ববিদ্যালয়।