এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রমঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব সময় অনার্স, ডিগ্রী ও মাস্টার্সের বিভিন্ন কোর্স চলমান থাকে আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করছি। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিভিন্ন নোটিশ আপনি এখানে https://www.nu.ac.bd/recent-news-notice.php দেখতে পারবেন।
আজ ০১ নভেম্বর ২০২১। নভেম্বর মাস জুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে যা যা থাকছে তা আলোচনা করা হচ্ছে। এছাড়া আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এখানে https://www.nu.ac.bd/recent-news-notice.php দেখতে পারবেন। এছাড়া ফরম ফিলাপ সংক্রান্ত সকল তথ্য জানতে www.nubd.info ভিজিট করতে পারেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের চলমান কার্যক্রমঃ
- (২০-২১) অনার্স ১ম বর্ষের ১ম রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম। এবং ২য় রিলিজ স্লিপ প্রকাশ হবে।
- (১৯-২০) অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা ১৩ নভেম্বর সকাল ৯টায় শুরু।
- (১৬-১৭) অনার্স ৪র্থ বর্ষের ফরমপূরণ ১১ নভেম্বর সমাপ্ত।
- ️(১৪-১৫) অনার্স ৪র্থ বর্ষের বিশেষ পরীক্ষার ফরমপূরণ ১১ নভেম্বর সমাপ্ত।
- অনার্স ৪র্থ বর্ষের বিশেষ পরীক্ষার রুটিন নভেম্বরে প্রকাশিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রীতে চলমান কার্যক্রমঃ
- (১৬-১৭) ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা নভেম্বরে সমাপ্ত হবে।
যা যা হতে পারেঃ - অনার্স (১৮-১৯) ২য় বর্ষের রুটিন প্রকাশিত হতে পারে।
- ডিগ্রি (১৭-১৮) ২য় বর্ষের ফলাফল প্রকাশিত হতে পারে।
- (১৯-২০) ডিগ্রি ১ম বর্ষের রুটিন পাওয়া যেতে পারে।
- ডিগ্রি (২০-২১) ১ম বর্ষের ভর্তির নোটিশ প্রকাশিত হতে পারে ।
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সে চলমান কার্যক্রমঃ
- ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।
- মাস্টার্স নিয়মিত (২০১৯-২০২০) শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তির আবেদন শুরু ৩ নভেম্বর বিকেল ৪টা থেকে এবং আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর ২০২১ রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অক্টোবর মাসে যে সব প্রোগ্রাম চলবে তা আলোচনা করা হলো
অক্টোবর জুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে যা যা থাকছেঃ
- অনার্স (১৭-১৮) ৩য় বর্ষের ফরমপূরণ চলমান যা ১০ অক্টোবর শেষ হবে। (ডেট বাড়তে পারে)
- অনার্স(১৮-১৯) ২য় বর্ষের ফরমপূরণ জরিমানা প্রদান সাপেক্ষে ০৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি হয়েছে।
- (১৬-১৭) ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা ০২ অক্টোবর থেকে শুরু।
- (১৯-২০) ডিগ্রি ১ম বর্ষের ফরমপূরণ চলামান যা শেষ হবে ২৩ অক্টোবর।
- ১৮ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক চলমান
অক্টোবর জুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এর আয়োজনে যা যা থাকতে পারেঃ
- (১৯-২০) অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পাওয়া যেতে পারে।
- (১৬-১৭) অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ এর নোটিশ পাওয়া যেতে পারে। (অক্টোবরের শেষার্ধে)
- (১৫-১৬) অনার্স ৪র্থ বর্ষের পুনঃনিরীক্ষণের ফলাফল পাওয়া যেতে পারে।
- (১৭-১৮) ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল পাওয়া যেতে পারে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেপ্টেম্বর মাসে যে সব প্রোগ্রাম ছিলোঃ
স্নাতক পাশ কোর্স বা ডিগ্রী চলমান কার্যক্রমসমুহ-
- (২০-২১) শেসনের ভর্তি শুরু হবে, চলমান অনার্স ভর্তি পক্রিয়া শেষ হলেই। নোটিশ হলে জানিয়ে দেওয়া হবে।
- (১৯-২০) ১ম বর্ষ রেজিষ্ট্রেশন কার্ড ডাউনলোড চলমান পক্রিয়ায়।
- (১৮-১৯) ১ম বর্ষ ফরম পূরণের নোটিশ আসবে খুব শীঘ্রই। (নোটিশ হলে জানিয়ে দেওয়া হবে)
- (১৭-১৮) ২য় বর্ষ স্থগিতকৃত পরীক্ষা চলমান (১১/০৯/২১ থেকে চলবে ৩০/০৯/২১ পর্যন্ত।
- (১৬-১৭) ৩য় বর্ষ পরীক্ষা শুরু ২/১০/২১ থেকে চলবে ৯/১১/২১ পর্যন্ত।
স্নাতক সম্মান বা ️অনার্সে চলমান কার্যক্রম-
- (২০-২১) শেষনের ভর্তি চলমান আছে।(২য় মেধা তালিকায় ভর্তির শেষ সময় ২৬/০৯/২১ পর্যন্ত। রিলিজ স্লিপে আবেদন ২৬ তারিখের পর।
- (১৯-২০) ১ম বর্ষের পরীক্ষা নভেম্বর শুরু হবে। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ইতিমধ্যে নোটিশ প্রকাশিত হয়েছে।
- (১৮-১৯) ২য় বর্ষ ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়ছে ২৬/০৯/২১ থেকে চলবে ৭/১০/২১ পর্যন্ত।(জরিমানা দিতে হবে)
- (১৭-১৮) ৩য় বর্ষ ফরম পূরণ চলমান আছে। (১৫/০৯/২১ থেকে চলবে ১০/১০/২১ পর্যন্ত)।
- ( ১৬-১৭) ৪র্থ বর্ষ ফরম পূরণ শুরু হবে শীঘ্রই। (নোটিশ হলে জানিয়ে দেওয়া হবে)।
মাস্টার্সে চলমান কার্যক্রমসমূহ-
- (১৭-১৮) ১ম পর্বের পরীক্ষা ২০১৮ চলমান আছে।(১৮/০৯/২১ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে)।
- (১৭-১৮) শেষ পর্বের পরীক্ষা চলমান আছে। (৮/০৯/২১ থেকে চলবে ২৯/০৯/২১ পর্যন্ত)।
- (১৮-১৯) ১ম পর্বের ফরম পূরণের নোটিশ আসতে পারে ডিসেম্বরে (নোটিশ হলে জানিয়ে দেওয়া হবে)।