জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীনদের জন্য নির্দেশনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যদি মনে করেন ভালো সাবজেক্ট পাইসি, অনার্স শেষ করেই জব পাবো। এই ধারনা থেকে যতদ্রুত পারেন বেরিয়ে আসুন। বাংলাদেশে কোন জবে করতে হলে অভিজ্ঞতা লাগে। যদি পারেন তবে টুকটাক কিছু করবেন।
এখন থেকে নিজে উপার্জন করতে শিখুন। টিউশন হোক জব বা হতে পারে যেকোনো ছোট কর্ম।এতে ২টা লাভ হবে।
- ১। আপনি অনার্স শেষ করে যেকোনো কাজ করতে পাবেন আপনার মনে সংকোচ থাকবে না।
- ২। যদি অনার্স শেষে ভাগ্য সাথে না দিলে আপনার কাজটাকে আপনি আরো বড় করতে পারবেন।
তবে সেটা ১ম বর্ষ থেকে শুরু করতে হবে। ১টা কম্পিউটারের ৬মাস মেয়াদী কোর্স করে রাখবেন। কাজ পারেন কিন্তু সনদ নাই। অনেক সময় ঝামেলা হয়।
অনার্স নবীনদের জন্য নির্দেশনা ও সতর্কতা: জীবনের লক্ষ্য স্থির করুন। অনার্স শেষে কোনো জব করবেন নাকি ব্যবসা। যদি জব করেন তাহলে এখন থেকেই সেইভাবে পড়াশোনা করেন। আর ব্যবসা করতে চাইলে এখন থেকে ছোট ছোট করে শুরু করেন।
অনার্স ১ম ও ২য় বর্ষটা খুব রঙিন হয়। এই রঙে যদি গা ভাসিয়ে দেন তাহলে আপনি হলেন সব থেকে বড় বোকা। শুরুতে আপনার ১ঝাক ফ্রেন্ড থাকবে। শেষে ২-৩ জন অবশিষ্ট।
অনার্সে যারা পড়ে তারা সকলেই প্রাপ্ত বয়স্ক। সবার ছোট বেলার দোস্ত আছে বা প্রিয় কেউ আছে। কখনো কারো সম্পর্কে ৩য় ব্যক্তি হতে যাবেন না, ঝাড়ের বাশ ঘাড়ে চলে আসবে। নতুন জীবন, নতুন সার্কেল! লাইফটাকে যতটুকু পারেন উপভোগ করবেন। কারো জীবনে সিদ্ধান্ত দিতে যাবেন না।
যদি ভালো কাজ হয় তবে উৎসাহিত করবেন, পাশে দাড়াতে চেষ্টা করবেন। আর যদি জীবনের সিদ্ধান্ত হয় তবে বন্ধু হিসাবে ভালো ও মন্দ ২টা দিক বুঝিয়ে তার সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দিবেন। ওস্তাদি করতে গেলে সারাজীবন বদদোয়া দিবে,দূর্নাম করবে। কি দরকার অন্যের বদদোয়া নেওয়া।
কারো কাছে কখনে কিছু আশা করবেন না। সেটা পরীক্ষার সিটেও হতে পারে আবার সময়ও হতে পারে।
আপনাদের জন্য এই নিবন্ধন লিখেছেনঃ সিফাত