Student Unique ID Online Registration Process 2021

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি-এর ফরম পূরণ করতে যে সকল ডকুমেন্টস লাগবে:

Student Unique ID Online Registration Process 2021 – Apply Now

 

শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের তথ্য সম্বলিত ডেটাবেজ তৈরি ও শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের একটি তথ্যফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ করতে যে সকল ডকুমেন্টস লাগবে তা নিচে দেওয়া হলো:

১। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে)।
২। শিক্ষার্থীর অন-লাইন জন্ম নিবন্ধনের ফটোকপি।
৩। শিক্ষার্থীর রক্তের গ্রুপ (বাধ্যতামূলক নয়)।
৪। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর (জাতীয় পরিচয়পত্র না থাকলে জরুরি ভিত্তিতে সংগ্রহ করতে হবে)।
৫। পিতা-মাতার অন-লাইন জন্ম নিবন্ধনের ফটোকপি (বাধ্যতামূলক নয়)
৬। পিতা-মাতা উভয় জীবিত না থাকলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৭। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। (৮ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)।
৮। প্রাথমিক/ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সনদের ফটোকপি (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)।
৯। পিইসি/ইবতেদায়ী, জেএসসি/জেডিসি, এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র ও ট্রাস্ক্রিপ্ট)
১০। শিক্ষার্থী বর্তমানে যে শ্রেণীতে অধ্যয়নরত আছে তার পূর্ববতী শ্রেণীর কিছু তথ্য প্রয়োজন হবে। যেমন: শ্রেণী রোল, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর, বোর্ডের নাম, অর্জিত ফলাফল।
১১। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিবন্ধী কার্ডের ফটোকপি।
১২। মুক্তিযোদ্ধার সন্তান হলে তার প্রমাণপত্র।

শিক্ষার্থীর তথ্য ছক অর্থাৎ শিক্ষার্থীর সকল তথ্য

 

 

শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য অর্থাৎ বর্তমানে যেখানে অধ্যয়নরত আছে।

Visitors search also:

How to apply Student Unique ID Online, Student Unique ID Online Registration Process 2021 BD, Student Unique ID Online Registration Process 2021 BD apply now, Student Unique ID Online Registration system, Student Unique id Form Download 2021, ONLINE REGISTRATION FOR UNIQUE ID, Student Unique ID Online Registration – Apply Now, Online Birth Registration (For Students Unique ID), Student Unique ID Form PDF File Download 2021, Student Unique ID form fill up process 2021 bd, Student Unique id Online Registration Link 2021.

 

 

 

শিক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি নীতিমালা ২০২৪

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি নীতিমালা প্রকাশ। বিএসসি ইন নার্সিং(৪ বছর), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স …