DSS Question and Question Solution 2024

dss question and question solution 2021

 

See the image  of dss different post  question

 

 

 

সমাজসেবা অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান

পদের নামঃ ফিল্ড সুপারভাইজার

পরীক্ষার তরিখঃ  03-04-2021

 

1.এক কথায় প্রকাশ করুন:

ফল পাকলে যে গাছ মরে যায়- ঔষধি

যে ব্যক্তি দুই হাত সমান চলে- সব্যসাচী

যার অন্য উপায় নেই- অনন্যোপায়

যে বিষয়ে কোনো বিতর্ক নেই= অবিসংবাদী

দুইবার জন্মে যে- দ্বিজ

2. বাগধারা গুলোর অর্থসহ বাক্য রচনা করুন:

অর্ধচন্দ্র= গলা ধাক্কা দেওয়া (বেয়াদব লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে মজলিস থেকে বিদায় করে দাও)

আট কপালে=হতভাগ্য (আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল)

তামার বিষ=অর্থের কুপ্রভাব (হঠাৎ বড়লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে)

গৌরচন্দ্রিকা= ভূমিকা (অনেক তাে গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথাটা বলে ফেল তাে)

বকধার্মিক=ভণ্ড ধার্মিক (সমাজে বকধার্মিক লোকের অভাব নেই)

3. সন্ধি বিচ্ছেদ করুন:

প্রত্যুষ=প্রতি+ঊষ

গোষ্পদ=গো + পদ

পুনরায় =পুনঃ+আয়

শঙ্কা= শম+কা

দুর্লভ= দুঃ+লভ

 

4.বানান শুদ্ধি করুন:

তীগ্রী=ডিগ্রী

বুদ্ধীমতি=বুদ্ধিমতী

মুলত=মূলত

নিশব্দ=নিঃশব্দ

প্রনিত=প্রনীত

5.ইংরেজিতে অনুবাদ করুন:

ক)অল্প বিদ্যা ভয়ংকরী= A little learning is a dangerous things

খ)আমার গরম লাগছে=  I feel hot

গ)সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning

ঘ)আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two  Schools in our Village

ঙ)ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came

 

6.নিচের Phrases/Idioms  গুলোর অর্থসহ ইংরেজি বাক্য লিখুন:

a)Burning question=তীব্র বিতর্কের বিষয়

b)Get rid of=পরিত্রাণ পাওয়া

c)At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা

d)Bad blood=শত্রতা

e)By turns=গতি বদলানো

 

7. Fill in the gaps

a)He is too weak—-walk Ans: to

b)She lives —the USA Ans:in

c) He is —one eyed man Ans:an

d) She is very good—-Mathematics Ans:-at

e) We should not hanker——-wealth Ans:After

 

8. Transform the following sentences as directed

a) Man is mortal (negative)=No man is immortal

b) Shut the door (passive)= Let the door be shut

c) I called him (Passive)=He was called by me

d) This sight is very beautiful (Exclamatory)=How beautiful the sight is!

e) He is the best boy (Comparative)=He is better than any other boy in the class

 

9.নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসেবে ২ কেজি সন্দেশ ক্রয় করলো । ভ্যাটের হার শতকরা ৪ টাকা হলে সে সন্দেশ ক্রয় বাবদ দোকানদারকে কত টাকা দিবে? = ৫২০ টাকা

 

10. p-1/p=8 হলে প্রমাণ করুন যে, p^2+1/p^2=66

 

11. দুইটি  সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি নির্ণয় করুন। =৬০ও ৪০

 

12. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

ক. চতুর্ভূজের চার কোণের সমষ্টি কত? =৩৬০ ডিগ্রি

খ. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? = ½*ভূমি* উচ্চতা

গ. ০.০৩* ০.০২ =?০.০০০৬

ঘ. ১০০ ডিগ্রি এর সম্পূরক মান কত?=৮০ ডিগ্রি

ঙ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে? = অতিভুজ।

 

13. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

ক. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী? =বঙ্গভবন।

খ. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কী? = ভোলা।

গ. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?=সোহরাওয়ার্দী উদ্যান।

ঘ. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? =২রা মার্চ।

ঙ. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? =বঙ্গোপসাগরে অবস্থিত।

চ. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? = নেপালের রাজধানী কাঠমান্ডু।

ছ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কী? =জো বাইডেন।

জ. ILO-এর পূর্ণরুপ কী? = International Labour Organization.

ঝ. অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে গঠিত হয়? = ১০ এপ্রিল।

ঞ. ‘ঐতিহাসিক ছয় দফা’ কত তারিখে ঘোষিত হয়? = ৭ জুন।

ট. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?=  ১০ জানুয়ারি।

People also search:

dss question, dss question, dss questionnaire, dss questions 2019 georgia, dss questions, dss question solution dss.teletalk.com.bd, Department of social service question solution.

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২। অফিস সহকারী কাম কম্পিউটার পদের প্রশ্ন সমাধান। …