জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্স কী?

আমরা বেশীরভাগ ই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল সম্পর্কে জানিনা।যারা জানিনা তাঁদের জন্য সংক্ষেপে প্রফেশনাল সম্পর্কে লিখলামঃ

১।এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা শাখা।যাহা কিনা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা করে।

২।এটার সার্টিফিকেট দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়।আবেদন থেকে শুরু করে রেজিস্ট্রেশন,ফরম ফিলাপ,পরিক্ষা,পরিক্ষার খাতা দেখা,রেজাল্ট দেওয়া সহ সব কিছুই জাতীয় বিশ্ববিদ্যালয় করে থাকে।

️৩।কোন সরকারি কলেজে প্রফেশনাল কোর্স গুলো পড়ানো হয়না।(আবার পড়েন ৩ নাম্বার টা।)

৪। জেনারেল অনার্সের কোন সাবজেক্ট প্রফেশনালে পড়ানো হয়না। আবার প্রফেশনালের কোন সাবজেক্ট জেনারেল অনার্সে পড়ানো হয়না।

৫।এটা সম্পূর্ণ ইংরেজী ভার্সনে। তাই জব মার্কেটে জেনারেল অনার্সের তুলনায় প্রফেশনালের ডিমান্ড পাবেন বেশি।

৬।এটা পড়তে জেনারেলের তুলনায় খরচ বেশি তবে প্রাইভেট ভার্সিটির তুলনায় খরচ অনেক কম। (BBA,CSE and ECE তে ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজারের মত লাগবে এবং টেক্সটাইলে ৩ থেকে ৪ লাখ টাকার মত লাগবে ৪ বছরে মোট। )

৭।এখানে আবেদন করতে জিপিএ নুন্যতম ৩/৩ করে লাগে।সর্বোচ্চ ১ বছর স্টাডি গ্যাপ এলাউ করা হয়।

️৮।কোন ভর্তি পরিক্ষা নাই।অনলাইনে আবেদন করতে হয় এবং জিপিএ এর ভিত্তিতে চান্স পাওয়া যায়।কিছু ইনস্টিটিউট সরাসরি ভর্তি নেয়।যাদের জিপিএ কম,৮ অথবা তার কম তারা যদি সুযোগ পান তাহলে সরাসরি ভর্তি হতে পারেন।

৯।প্রফেশনালে পড়ে আপনি যেকোন চাকুরীর জন্য আবেদন করতে পারবেন।BCS ও করতে পারবেন।দেশের বাইরে ও পড়তে যেতে পারবেন। এমন কোন যায়গা নেই যেখানে আপনার সার্টিফিকেট আটকাবে।কারন,এটা সরকারি সার্টিফিকেট।

১০।প্রফেশনালে ১২টি সাবজেক্ট পড়ানো হয়। তার মধ্যে BBA,CSE,CSE,FDT,AMT,KMT,BEd অন্যতম।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....