Breaking News

৫৭৪ শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত ৫৭৪ জন কর্মকর্তা সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিজ্ঞপ্তির মাধ্যমে পদোন্নতির এ আদেশ জারি করা হয়। এদিন আরও দুইজন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবতী নির্দেশ না দেওয়া পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করবেন। শিক্ষাছুটি, প্রেষণ বা লিয়েনে থাকা কর্মকর্তারা শিক্ষাছুটি, প্রেষণ বা লিয়েনে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদান করবেন।

এর আগে চলতি বছরের ১০ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক ও সমপর্যায়ের ৪০৯ জন কর্মকর্তা অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। 

About Sydur Rahman Tanvir

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক