বিসিএস প্রিলিমিনারীর জন্য বইয়ের তালিকা:
মাহমুদ হাসান মৃধা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
বাংলা:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
(সৌমিত্র শেখর)।
২. বাংলা ২য় বোর্ড বই
(৯ম-১০ম শ্রেণি)।
৩. লাল নীল দিপাবলী-
হুমায়ন আজাদ।
ইংরেজি :
১. English Grammar-P.C Das.
২. An Easy Approach Of English Literature- Aman & Shipon.
৩. ওরাকল প্রিলিমিনারী ইংরেজি।
৪. Word Smart.
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়:
১. আজকের বিশ্ব/নতুন বিশ্ব।
২. বাংলাদেশ ও বিশ্বপরিচয়(৯ম-১০ম শ্রেণি)।
৩.সংবিধান,সাংবিধানিক আইন ও রাজনীতি (মো: আব্দুল হালিম)।
৪. অর্থনৈতিক সমীক্ষা।
৫. বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র।
বিজ্ঞান :
১. সাধারণ বিজ্ঞান(৮ম,৯ম-১০ম শ্রেণি)।
২. প্রফেসরস বিজ্ঞান এম.সি.কিউ রিভিউ।
গনিত:
১. সাধারণ গণিত বই(৮ম,৯ম-১০ম শ্রেণি).।
২. ওরাকল প্রিলিমিনারী গনিত।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি:
১. তথ্য ও প্রযুক্তি বই(৯ম-১০ম শ্রেণি)।
২. উচ্চ মাধ্যমিক কম্পিউটার ১ম ও ২য় পত্র।
৩. র্যাডিকেল কম্পিউটার গাইড।
ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা:
১. জর্জ ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা গাইড।
২. মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বই (৯ম-১০ম)।
নৈতিকতা ও মূল্যবোধ এবং সুশাসন:
১. জর্জ নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন গাইড।
২. উচ্চ মাধ্যমিক পৌরনীতি ১ম ও ২য় পত্র।
এই তালিকায় সংযোজন,বিয়োজন হতে পারে।
আপনাদের কারো কাছে কোন বিষয়ে কোন বই ভাল লাগে, বলতে পারেন।
তাহলে সবাই একটা ভাল বুক লিস্ট পাবে।
সবার জন্য শুভকামনা।