Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের নিয়মাবলীঃ

জাতীয়_বিশ্ববিদ্যালয়ের_প্রমোশনের_নিয়মাবলীঃ

#পাশ_মার্কসঃ ৮০ মার্কস এর পরীক্ষায় পাশ মার্কস হলো ৩২, পাশ করার পর ইনকোর্সের মার্কস যোগ হবে.. ইনকোর্স পরিক্ষায় পাশ মার্কস ৮।

(১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর নিয়ম অনুযায়ী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং সিজিপিএ ১.৭৫ অর্জন করতে হবে।

(২) ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে।

(৩) ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে।

(৪) সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /ব্যবহারিক/ মাঠকর্ম/ মৌখিক ) পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

(৫) একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।

(৬) ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। (Only for absent students)

(৭) ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে।(Only for absent students)

(৮) ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে।(Only for absent students)

(৯) C,D গ্রেড এ যে কোন বর্ষের ক্ষেত্রে Improvement একবার দেয়া যায়। কিন্তু যতবার Fail করবে ততবারই ইম্প্রুভমেন্ট দিতে পারবে, তবে রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে।

(১০) রেজিষ্ট্রেশনের মেয়াদ ৬ বছর।

(১১) একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল Not-Promoted আসবে।

(১২) Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না।

(১৩) Not-Promoted হলে আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে।

(১৪) একই শিক্ষাবর্ষে ২বার Not-Promoted হলে আপনি অনার্স কোর্সে Drop out বলে বিবেচিত হবেন।

(১৫) ২বার Not-Promoted এর কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে.. ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না।

(১৬) F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীত করতে হবে.. অন্যতায় অনার্স ডিগ্রী প্রাপ্ত হবে না।

(১৭) যারা Not-Promoted হবে, তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরিক্ষা দিয়ে পাশ করতে হবে।

(১৮) ১,২ বা ৩ বিষয়ে ফেল করে ও যারা পাশ করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।

(১৯) শুধু C, D বা F পেলে ইম্প্রুভমেন্ট দিতে পারবে।

(২০) Not-Promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক নয়.. তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে।

(২১) C,D ইম্প্রুভমেন্ট পরিক্ষার গ্রেড় উন্নতি করতে না পারলে Subject GPA আগেরটাই থাকবে।

(২২) ইম্প্রুভমেন্ট দেয়া বিষয়ে সর্বোচ্চ B+ গ্রেড়ের সীমার নিয়ম রাখলেও তা এখন কার্যকর নয়, তাই এখন যে যা পাবে তা দিয়ে দেয়া হবে

 

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সরকারি কলেজের তালিকা

মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৪ – Masters Admission Result

২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে মেধা তালিকা প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি …