এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীন কমিউনিটি প্যারামেডিক, জুনিয়র মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং, ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক নার্সিং ও ডিপ্লোমা ইন রেনাল নার্সিং কোর্সের চলমান নিম্নবর্ণিত পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশতঃ ৫ম কলামে উল্লিখিত পরিবর্তিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল পরীক্ষার সময়সূচি ২০২৩
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ৩য় ও ৪র্থ শ্রেণির নিম্নোক্ত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে নিম্ন উল্লিখিত তারিখে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীগণের প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল পরীক্ষা ২০২২
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পরীক্ষার শর্তাবলি
১. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনে বর্ণিত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক প্রদত্ত সনদের মূলকপি প্রদর্শন ও সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
২. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৩. কোনো তথ্য গোপন করে/ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল/বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্য হৃাস-বৃদ্ধি এবং কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৫. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৬. বিস্তারিত www.bnmc.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।