Breaking News

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৭ প্রকাশের তারিখ ও রেজাল্ট দেখার নিয়ম

 

 

২০১৭ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশের তারিখ প্রকাশ করা হবে। ফল প্রকাশের তারিক ৩০ ডিসেম্বর বেলা ১২:৩০ টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হবে।

জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঃ ৩০ ডিসেম্বর ২০১৭

৩০ ডিসেম্বর সকালে ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করার পর দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে জানা যাবে ২০১৭ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল…

 

জেডিসি ও জেএসসি ফলাফল অনলাইনে দেখার ওফিসিয়াল ওয়েবসাইট. এই ওয়েবসাইট এ খুব সহজে ফলাফল দেখা যায়.

http://www.educationboardresults.gov.bd

এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি কিছু কিছু শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের যারা এভাবে রেজাল্ট নিতে চান তারা  নিজস্ব বিভাগের ওয়েবসাইটে চেক করবেন

জেএসসি ও জেডিসি রেজাল্ট মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানার পদ্ধতিঃ

যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JSC অথবা JDC

এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ

DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board

এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।

এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2016 লিখুন।

Example: JSC <স্পেস>JES <স্পেস>123456 <স্পেস>2016

মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রেঃ JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>

এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা ২০২২

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৪

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময়সূচী ও কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস প্রকাশ (সংশোধিত)। বাংলাদেশ রেলওয়ের …