সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

সাত কলেজের বিষয় ও কলেজ মনোনয়ন এবং ভর্তি নিয়ে ঢাবির ১১ নির্দেশনা প্রকাশ। ব্যাখ্যা সহ বিস্তারিত তুলে ধরা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের প্রথম মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাত ১০ : ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।সাত কলেজ

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

১ম মেধাতালিকায় যাদের বিষয় ও কলেজ মনোনয়ন আসে নাই তাদের পরবর্তী মনোনয়ন এর জন্য অপেক্ষা করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষ দ্বিতীয় মনোনয়ন ০৬ অক্টোবর ২০২২ এবং তৃতীয় ও চূড়ান্ত মনোনয়ন ১৫ অক্টোবর ২০২২ প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকায় সরকারি সাত ভর্তির জন্য মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের জন্য ১১ টি নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এর স্বাক্ষর করা এই নির্দেশনায় বলা হয় —

১। সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়ক ও কলেজসমূহের অধ্যক্ষবৃন্দের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ২০২২ তারিখ সরকারি সাত কলেজে ১ম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাশ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

  • ভর্তি কার্যক্রম চলা অবস্থায় ক্লাসের কার্যক্রম শুরু করা হবে। এক্ষেত্রে ক্লাস ও ভর্তি চলমান থাকবে।

২। আগামী ২৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

  • সকল ইউনিটেরর ভর্তি কার্যক্রম, একাধিক মেধাতালিকা প্রকাশ এর পরে ভর্তি ২এ অক্টোবর এর মধ্যে সম্পন্ন করা হবে। এর মধ্যে সব চূড়ান্ত করা হবে।

৩। তিন ধাপে সকল আসন পূর্ণ করে শিক্ষার্থীদের কলেজ ও বিষয় মনোনয়ন দেয়া হবে: প্রথম মনোনয়ন
২৮ সেপ্টেম্বর ২০২২, দ্বিতীয় মনোনয়ন ০৬ অক্টোবর ২০২২ এবং তৃতীয় ও চূড়ান্ত মনোনয়ন ১৫ অক্টোবর
২০২২।

  • প্রথম মেধা তালিকায় যতগুলো আসন সে অনুযায়ী বিষয় ও কলেজ মনোনয়ন দেয়া হয়েছে। এখানে যারা ভর্তি বা টাকা পেমেন্ট করে আসন কনফার্ম করবে না। সে সকল আসন শূন্য হবে তাতে পরবর্তী মেধাতালিকায় অপেক্ষাকৃত শিক্ষার্থীদের কলেজ ও বিষয় মনোনয়ন দেয়া হবে পজিশন অনুযায়ী চয়েস লিস্ট থেকে।

৪। প্রথম মনোনয়নে যে সকল শিক্ষার্থী কলেজ ও বিষয়ের জন্য মনোনীত হবে তাদের ০৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে অফেরৎযোগ্য ৩,০০০/- (তিন হাজার) টাকা অনলাইনে জমা দিতে হবে।

  • ১ম মেধা তালিকায় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা ৩০০০/- টাকা ৫ অক্টোবর এর মধ্যে, নির্দেশনা অনুযায়ী অনলাইনে পেমেন্ট করে আসন কনফার্ম করতে হবে। অন্যথায় আসন খালি বলে বিবেচিত হবে। ওই আসনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের মনোনয়ন দেয়া হবে। সেক্ষেত্রে চয়েস লিস্ট থেকে মনোনয়ন প্রাপ্ত বিষয় ও কলেজ পছন্দ না হলে অটো মাইগ্রেশান চালু থাকবে। পরবর্তী মনোনয়নে চয়েস লিস্টের উপরের দিকে আসন খালি থাকা সাপেক্ষ উর্ধ্বমুখী কলেজ ও বিষয় পরিবর্তন হবে। অর্থাৎ যেভাবে চয়েস দেয়া আছে ঠিক সেভাবে মনোনয়ন পাওয়া বিষয় ও কলেজের উপরে থাকা পছন্দের ভিত্তিতে মনোনয়ন পাবে আসন খালি থাকা সাপেক্ষ। তবে ১ম মেধাতালিকায় পছন্দের কলেজ ও বিষয় পেয়ে যায় তবে অটো মাইগ্রেশান ঢাবির অফিসে আবেদন করে বন্ধ রাখা যাবে।

৫। দ্বিতীয় মনোনয়নে যে সকল শিক্ষার্থী প্রথমবারের জন্য কোন কলেজ ও বিষয়ের জন্য মনোনীত হবে তাদের ১২ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে অফেরৎযোগ্য ৩,০০০/- (তিন হাজার) টাকা অনলাইনে জমা দিতে হবে।

  • ২য় মেধা তালিকায় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা ৩০০০/- টাকা ৫ অক্টোবর এর মধ্যে, নির্দেশনা অনুযায়ী অনলাইনে পেমেন্ট করে আসন কনফার্ম করতে হবে। অন্যথায় আসন খালি বলে বিবেচিত হবে। ওই আসনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের মনোনয়ন দেয়া হবে। সেক্ষেত্রে চয়েস লিস্ট থেকে মনোনয়ন প্রাপ্ত বিষয় ও কলেজ পছন্দ না হলে অটো মাইগ্রেশান চালু থাকবে। পরবর্তী মনোনয়নে চয়েস লিস্টের উপরের দিকে আসন খালি থাকা সাপেক্ষ উর্ধ্বমুখী কলেজ ও বিষয় পরিবর্তন হবে। অর্থাৎ যেভাবে চয়েস দেয়া আছে ঠিক সেভাবে মনোনয়ন পাওয়া বিষয় ও কলেজের উপরে থাকা পছন্দের ভিত্তিতে মনোনয়ন পাবে আসন খালি থাকা সাপেক্ষ। তবে ২য় মেধাতালিকায় পছন্দের কলেজ ও বিষয় পেয়ে যায় তবে অটো মাইগ্রেশান ঢাবির অফিসে আবেদন করে বন্ধ রাখা যাবে।

৬। উপরের ৪ ও ৫ ক্রমিকে উল্লিখিত নির্ধারিত তারিখের মধ্যে টাকা অনলাইনে জমা না করা হলে শিক্ষার্থীর আসনটি শুন্য ঘোষনা করে মেধাক্রম অনুযায়ী পরবর্তী মনোনয়ন দেয়া হবে। জমাকৃত টাকা ভর্তির ক্ষেত্রে ‘অগ্রিম’ হিসেবে গণ্য হবে এবং তা চূড়ান্তভাবে মনোনীত কলেজের নির্ধারিত ফি এর সাথে সমন্বয় করা হবে।

  • মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ভর্তির টাকা দুই কিস্তিতে নেয়া হবে। প্রথম ৩০০০ টাকা নেয়ার পরে চূড়ান্ত মনোনয়ন দিয়ে ভর্তির বাকি টাকা নেয়া হবে। সেক্ষেত্রে ৩০০০/৩৫০০ এর মত লাগবে। ডিপার্টমেন্ট ও কলেজ অনুযায়ী কম বেশি হবে।

৭। চূড়ান্তভাবে (তৃতীয়) মনোনয়ন শেষে শিক্ষার্থীরা মনোনীত কলেজ ও বিষয়ে ভর্তির অবশিষ্ট টাকা অনলাইনে জমা করে ১৬-২৫ অক্টোবর, ২০২২ স্ব স্ব মনোনীত কলেজে টাকা জমার রসিদ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ সশরীরে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করবে।

  • যাদের অটোমেশন চালু থাকবে তাদের ২য় ও ৩য় চূড়ান্ত মেধাতালিকা কলেজ ও বিষয় পরিবর্তন হয়ে যাবে আসন খালি থাকা সাপেক্ষ, চয়েস লিস্টের পছন্দক্রম অনুযায়ী প্রাপ্ত মনোনীত বিষয় ও কলেজের উপরের দিকে। যারা ১ম পছন্দের কলেজ ও বিষয় পাবে তাদের মাইগ্রেশনের সুযোগ নেই। এই ধাপে সকল ডকুমেন্টস জমা দিতে হবে।

৮। সাধারণভাবে চূড়ান্ত মনোনয়নের পূর্বে একজন কলেজ ও বিষয়ে মনোনীত শিক্ষার্থী পরবর্তী মনোনয়নে আসন শুন্য থাকা সাপেক্ষে তার পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অন্য কলেজ ও বিষয়ের জন্য বিবেচিত হবে (অটো-মাইগ্রেশন)।

  • চয়েস লিস্টের চাহিদা অনুযায়ী বা পছন্দের ভিত্তিতে ক্রমানুসারে সাজানো কলেজ ও বিষয় না পেলে প্রাপ্ত বিষয় ও কলেজের উপরে থাকা চয়েস লিস্টের কলেজ ও বিষয় যেভাবে সাজানো আছে, আসন খালি থাকা সাপেক্ষ উর্ধ্বমুখী পরিবর্তন হতে থাকবে। এক্ষেত্রে আবেদন করে বন্ধ রাখা যাবে। যেভাবে চয়েস দেয়া আছে উপরে সেভাবে মাইগ্রেশান হবে কলেজ + সাবজেক্ট একসাথে।

৯। কোন শিক্ষার্থীর পরবর্তী যে কোন মনোনয়নে কলেজ/বিষয় পরিবর্তন হলে পূর্বের কলেজ/বিষয়ের মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হবে এবং পূর্বে মনোনীত কলেজ/বিষয়ে মনোনয়ন পুনরায় বহাল রাখার কোন সুযোগ নেই।

  • পরবর্তী মেধাতালিকায় মাইগ্রেশনের মাধ্যমে বিষয় ও কলেজ পরিবর্তন হলে পূর্বের মনোনীত বিষয় ও কলেজে বাতিল করা হবে এবং পূর্বের মনোনয়নে ফিরে আসার কোন সুযোগ নেই, যেটা আসবে সেটাই কার্যকর হবে। আর পরিবর্তন না হলে পূর্বের মনোনয়ন থাকবে।

১০। মনোনীত বিষয় দেখার স্থানে শিক্ষার্থী পরবর্তীতে অটো-মাইগ্রেশন সম্পূর্ণভাবে বন্ধ অথবা শুধুমাত্র মনোনীত কলেজে মাইগ্রেশনের বিবেচনা করার আবেদন করতে পারবে। একবার অটোমাইগ্রেশন বন্ধ করা হলে শিক্ষার্থী সেই কলেজ ও বিষয়েই পড়তে আগ্রহী বলে গণ্য হবে এবং পরবর্তী যে কোন মনোনয়ন ধাপে মাইগ্রেশনের জন্য সে বিবেচিত হবে না বা অটোমাইগ্রেশন পুনরায় চালু করা যাবে না।

১১। শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পরিবর্তনের কোন সুযোগ নেই।

  • প্রথমবার যে বিষয় ও কলেজ চয়েস ফরম পূরণ করা হয়েছে তা পরিবর্তন এর সুযোগ নেই। ওই লিস্ট থেকে কলেজ ও বিষয় মনোনয়ন এবং মাইগ্রেশান হবে।

১২। ২৫শে অক্টোবর ২০২২ তারিখে ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি সাত কলেজের বিষয় মনোনয়ন ও ভর্তি কার্যক্রমের সমাপ্তি ঘটবে।

  • ভর্তি বিষয়ক সকল ইউনিটের কার্যক্রম ২৫শে অক্টোবর সমাপ্ত ঘোষণা করা হবে। তবে কর্তৃপক্ষ চাইলে বাড়াতে পারে। বিশেষ বিবেচনায় যে কোন সমস্যার সমাধান করতে পারে।
    বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …