সাত কলেজের সাবজেক্ট ও কলেজ চয়েস ফরম পূরণ নির্দেশনা। সাবজেক্ট চয়েসের বিস্তারিত ফরম পূরণ করা যাবে আজ ০১ সেপ্টেম্বর হতে আগামী ১০ সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত।
সাত কলেজের সাবজেক্ট ও কলেজ চয়েস ফরম পূরণ ২০২২
প্রথমে ধাপঃ সাত কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে এইচএসসি ও এসএসসি রোল,বোর্ড,পাস সন দিয়ে লগইন করুন।
লিংক-https://collegeadmission.eis.du.ac.bd
👉 দ্বিতীয় ধাপঃ
প্রবেশ করে পরীক্ষার ফল অপশনের পাশে/নিচে “বিস্তারিত ফরম” অপশনে ক্লিক করে পরের ধাপে যাবেন।
এবার তথ্য ফরম পূরণ এর জন্য নির্দেশনা ফলো করুনঃ
ধাপ ১ : “নতুন ফরম” অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সংগ্রহ করবেন। পাসওয়ার্ড সংগ্রহের জন্য বাংলালিংক অথবা টেলিটক সিম দিয়ে মেসেজ করে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এই পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন। হারানো যাবে না।
ধাপ ২ : নতুন ফরম থেকে যে পাসওয়ার্ড পাবেন তা দিয়ে “পূরণকৃত” অপশনে ক্লিক করে ধাপে ধাপে বাকি ফরম পূরণ করবেন।
কোন অপশনাল তথ্যের স্থান পূরণ করতে না চাইলে স্কিপ করতে চাইলে N/A লিখে এড়িয়ে যাবেন।
👉 প্রথমেই পূরণ করতে হবে “শিক্ষার্থীর বিস্তারিত তথ্য”। ফরমে আপনার নাম, ধর্ম, মোবাইল নম্বর, ইমেইল, জন্ম নিবন্ধন নম্বর, বর্তমান এবং স্থায়ী ঠিকানা ঠিক মতো পূরণ করবেন। এরপর “পরবর্তী ধাপ” অপশনে ক্লিক করবেন।
👉 এইবার “পিতা-মাতার বিস্তারিত তথ্য” দেওয়া লাগবে। ফরমে পিতা-মাতার নাম, পেশা, মোবাইল নম্বর, NID নম্বর, মাসিক আয়, শিক্ষাগত যোগ্যতা ঠিক মতো পূরণ করবেন। এরপর “পরবর্তী ধাপ” অপশনে ক্লিক করবেন।
👉 এইবার “স্থানীয় অভিভাবকের তথ্য” দেওয়া লাগবে। স্থানীয় অভিভাবক অবশ্যই ঢাকায় বসবাসরত কেউ থাকলে তার টা দেওয়া লাগবে। ঢাকায় বসবাসরত পিতা-মাতা থাকলে চাইলে তাদের টাও দিতে পারবেন। ফরমে তার নাম, পেশা, মোবাইল নম্বর, মাসিক আয়, সম্পর্ক, বর্তমান ঠিকানা ঠিক মতো পূরণ করবেন। এরপর “পরবর্তী ধাপ” অপশনে ক্লিক করবেন।
👉 এইবার “কলেজ ও বিষয় Choice” অপশন পাবেন। এইখানে আপনি আপনার পছন্দক্রম অনুযায়ী Choice দিবেন। Choice দেওয়া শেষ হলে “নিশ্চিত করুন” অপশনে ক্লিক করবেন।
শিক্ষার্থী যেসব সাবজেক্টে চয়েস দেয়ার শর্ত পূরণ ও যোগ্যতা অর্জন করেছে চয়েস লিস্টে শুধু সেই সকল বিষয় ও কলেজ প্রদর্শন হবে। তার মধ্যে থেকে চয়েস লিস্ট সাজাতে হবে। প্রদর্শিত সকল বিষয় ও কলেজ চয়েস লিস্টে যুক্ত করতে হবে আপনার কাজ শুধু পছন্দের ভিত্তিতে সাজানো।
.
“নিশ্চিত করুন” অপশনে ক্লিক করার পর এতোক্ষণ যা যা তথ্য পূরণ করেছেন তা বিস্তারিত চলে আসবে। সব তথ্য ঠিক আছে কিনা তা ভালো করে চেক করে নিবেন। এরপর নিচে চলে যাবেন দেখবেন…👇
✔ আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত তথ্যাবলী ও বিষয়ের পছন্দক্রম সঠিক
এই অপশনে টিক চিহ্ন দিবেন। এরপর “নিশ্চিত করুন” অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পূর্বে অবশ্যই সকল তথ্য চেক করে নিবেন।
👉 বিস্তারিত ফরমে যা যা তথ্য দিয়ে ফরম পূরণ এবং বিষয় Choice দিয়েছেন তা PDF আকারে চলে আসবে। এই PDF টি Download করে রাখবেন।
অবশ্যই সতর্কতার সঙ্গে বিস্তারিত তথ্য ফরম ও চয়েস ফরম পূরণ করতে হবে। ভুল করা যাবে না।
চয়েস ফরম মোবাইল দিয়ে করা সম্ভব। সহায়তা প্রয়োজন হলে মন্তব্য করুন।
কার্টেসিঃ ৭ কলেজ নিউজ