অনার্স ৩য় বর্ষ থেকে যারা ৪র্থ বর্ষে প্রমোশন পেলেন তাদের করণীয় । ৪র্থ বর্ষে F গ্রেড ব্যতিত আর ইমপ্রুভ দিতে পাবেন না। F ব্যতিত D/C ইমপ্রুভ দেয়া যায়না, সরাসরি সিজিপিএ।
বিগত ইয়ারের (১ম,২য় ও ৩য় বর্ষে) F গ্রেড থাকলে ইমপ্রুভ দিতে পাবেন। ৩টা বর্ষের জিপিএ এর গড় ৩.০০ এর নিচে থাকলে বা সামান্য উপরে থাকে এবং ৩য় বর্ষে D/C থাকে তাহলে ইমপ্রুভ দিয়ে দেওয়া সর্বউত্তম। এতে ৪র্থ বর্ষে চাপ কম থাকবে। রেজাল্ট ভালো হলে মাস্টর্সের ভর্তিতে এডভান্টেজ থাকবে।
D/Cবিষয়ে রিচেক/পুনঃনীরিক্ষণের আবেদনের থেকে ইমপ্রুভ দেয়া উত্তম।পুনঃনিরীক্ষণে ১০০০ এ ১০ জনের ফলাফল পরিবর্তন হয়। বি:দ্র: ইমপ্রুভ দেয়া বাধ্যতামূলক নয়। আপনার ইচ্ছে হলে দিবেন না হলে নাই।
জাতীয় বিশ্ববিদ্যালয়েয় ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ রাখছে, কয়েকদিনের মধ্যে নোটিশ প্রকাশ করা হবে! প্রতি পত্রের পুনঃনিরীক্ষণ ফি ৮০০/- অনলাইনে আবেদন করে প্রাপ্ত পে-স্লিপে উল্লেখিত ফি সোনালী ব্যাংক অনলাইন সেবায় জমা দিতে হবে।
আরও পড়ুনঃ যাদের ফলাফল আশানুরুপ হযনি তাদের করণীয়