অনার্স ৩য় বর্ষের অঙ্গীকারনামা ও প্রমোশনের শর্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষে প্রমোশন প্রাপ্ত শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিম্নোক্ত পদ্ধতিতে পূরণ করে কলেজে জমা দিতে হবে। এজন্য আপনাকে কলেজের বিজ্ঞপ্তি দেখতে হবে এবং সে চাহিদা মোতাবেক অঙ্গীকারনামা পূরণ করে কলেজে জমা দিতে হবে। ক্যাম্পাসটাইমসবিডি অনার্স ৩য় বর্ষের অঙ্গীকারনামার একটি স্থিরচিত্র ও পিডিএফ ফাইল শেয়ার করছে যাতে আপনারা ডাউনলোড করে পূরণ করে কলেজে জমা দিতে পারেন।

অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের অঙ্গীকারনামা

 

আরও পড়ুনঃ অনার্স ৩য় বর্ষে প্রশোমশনের শর্তাবলী দেখুন এখানে।

 

আমি নিম্নস্বাক্ষরকারী রুমানা খাতুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে কোর্স সম্পন্ন শেষে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম পূরণ করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক আমি সকল শর্ত মেনে নিয়ে অনার্স ৩য় বর্ষে শর্ত সাপেক্ষে প্রমোশন নিতে সম্মত আছি। আমি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ঘোষিত সময়সূচি অনুযায়ী সকল পরীক্ষায় অংশগ্রহণ করবো এবং পরীক্ষা রেগুলেশন অনুযায়ী প্রমোটেড হতে ব্যর্থ হলে আমার শর্ত সাপেক্ষে প্রদত্ত প্রমোশন বাতিল হবে এবং তাতে আমার কোনো আপত্তি থাকবে না।

 

অঙ্গীকারনামা ২০২১.pdf

 

পরীক্ষার্থীর নাম, স্বাক্ষর ও তারিখঃ রুমানা খাতুন।

পিতার নামঃ তমেজ উদ্দিন।

মাতার নামঃ সালেহা বিবি

রেজিস্ট্রেশন নংঃ ১৬৭২৬৫৩৭৮৬৫

কলেজ কোডঃ ০৩২২

শিক্ষাবর্ষঃ ১৮-১৯

কলেজের নামঃ সরকারি বি এল কলেজ, খুলনা।

বিঃ দ্রঃ সংশ্লিষ্ট কলেজ সংরক্ষণ করবে।

 

অনার্স ৩য় বর্ষে প্রমোশনের শর্তাবলীঃ

২০২০ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ৩য় বর্ষে প্রমোশন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়।

২০২০ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী বিধি মোতাবেক অন-লাইনে কোর্স সম্পন্ন ও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে। আবেদন ফরম পূরণ করেছে সেসব শিক্ষার্থীদের বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিম্নলিখিত শর্তে ৩য় বর্ষে উন্নীত হবে।

  • ২০১৭-১৮, ২০১৬-১৭ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের যেসব অনিয়মিত শিক্ষার্থী “৩য় বর্ষে Promoted হয় নাই”।
  • ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে তাদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।
  • পরীক্ষা রেগুলেশন অনুযায়ী লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কমপক্ষে ৩টি তত্ত্বীয় কোর্সে D বা এর বেশি পেতে হবে।
  • প্রমোশনের নীতিমালা অনুযায়ী উত্তীর্ণ (Promoted) হতে ব্যর্থ হলে এই Conditional Promotion (শর্ত সাপেক্ষে উত্তীর্ণ) বাতিল বলে গণ্য হবে।

 

প্রমোশনের বিস্তারিত দেখুন আমাদের আগের নিবন্ধনে বা উপরে লিংক দেওয়া আছে। 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Results 2022 - Honours Consolidated Result

NU Result 2024 – Honours 4th year cgpa result 2024

NU result 2022 – honors 4th-year CGPA result 2022 published. Nu honors final year result …