NSI / CNP Question solution 2021

NSI এর ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান – ২০২১ | NSI / CNP Question solution 2021

NSI / CNP Question solution 2021

 

পুলিশের কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

১. গণচীনের প্রতিষ্ঠাতা কে?

ব্যাখ্যাঃ গণচীনের প্রতিষ্ঠাতা – মাও সে তুং।

২. মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত?

ব্যাখ্যঃ ভারত মহাসাগরে।

৩. CIA এর পূর্ণরূপ কী?

ব্যাখ্যাঃ CIA এর পূর্ণরূপ – Central Intelligence Agency। এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। গঠিত হয়- ১৯৪৭ সালে।

৪. ৬-দফা কে উত্থাপন করেন?

ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারিতে লাহোরে ৬-দফা উত্থাপন করেন।

৫. অসমাপ্ত আত্মজীবনী’র লেখকের নাম কী?

ব্যাখ্যাঃ বঙ্গবন্ধুর প্রথম আত্মজীবনী – অসমাপ্ত আত্মজীবনী। গ্রন্থটি ২০১২ সালে জুন মাসে প্রকাশিত হয়। তাঁর অন্য দুটো গ্রন্থ হলো – কারাগারে রোজনামচা(২০১৭) ও আমার দেখা নয়াচীন (২০২০)।

৬. বাংলাদেশে সর্বশেষ কোন দল টি-২০ ম্যাচ খেলতে আসে? – নিউজিল্যান্ড।

৭. সর্বশেষ বিভাগ কোনটি?

ব্যাখ্যাঃ দেশের সর্বশেষ অর্থাৎ ৮ম বিভাগ – ময়মনসিংহ।

৮. RAM এর পূর্ণরূপ – Random Access Memory.

৯. স্ফুলিং – চলচ্চিত্রের পরিচালক কে? – তৌকির আহমেদ।

১০. বাংলাদেশের সবচেয়ে প্রচীন জনপদ – মহাস্থানগড়।

১১. Facebook এর Inventor কে? – Mark Zuckerberg.

১২. আফগান সরকারের প্রধান হচ্ছে – মোল্লা ওমর।

১৩. BRICS এর সদর দপ্তর – সাংহাই।

১৪. আধুনিক কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।

১৫. CPU এর পূর্ণরূপ – Central Processing Unit.

১৬. শহিদ বুদ্ধিজীবী দিবস – ১৪ ডিসেম্বর।

১৭. আকবর নামা গ্রন্থের লেখক – আবুল ফজল।

১৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় – ভূটান।

১৯. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি – কাজী সালাউদ্দিন।

২০. নিম্মের কোনটির Memory Capacity সর্বোচ্চ? – Terabytes

 

বাংলা অংশের সমাধানঃ

 

১. ‘হাসনাহেনা’ কোন ভাষা থেকে এসেছে? – জাপানি।

২. কোনটি দেশি শব্দ? – ঝোল।

৩. ইমদাদুল হক মিলনের উপন্যাস কোনটি? – সারাবেলা।

৪. গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ – গৈ + অক।

৫. সন্ধান শব্দের সন্ধি বিচ্ছেদ – সম্+ধান।

৬. বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ – বিদ্যা + আলয়।

৭. সৎপাত্রে কন্যা দান করিও – এখানে সৎপাত্রে সম্প্রদান কারক।

৮. বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন – এখানে আমাকে কর্ম কারক।

৯. হিমু নাটকের রচয়িতা – হুমায়ুন আহমেদ।

১০. কবর কবিতার রচয়িতা – জসীমউদ্দিন।

১১. নোবেল পুরস্কার জয়ী বাঙালি কবি – রবীন্দ্রনাথ ঠাকুর।

১২. প্রত্যেক শব্দের সন্ধি বিচ্ছেদ – প্রতি + এক।

১৩. অন্ন শব্দের সমার্থক শব্দ নয় – দ্যুতি।

১৪. ইচ্ছা শব্দের সমার্থক শব্দ নয় – বিভু।

১৫. অম্ল শব্দের বিপরীত শব্দ – মিষ্টি।

১৬. নির্মল শব্দের বিপরীত শব্দ – পঙ্কিল।

১৭. অথই জল – বাগধারার অর্থ – ভীষণ বিপদ।

১৮. ‘চালাক-চতুর ‘ যে ধরনের সমাস – কর্মধারয় সমাস।

১৯. সুগন্ধি যে ধরনের সমাস – বহুব্রীহি সমাস।

২০. পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ – পরি + ঈক্ষা।

সংকলনেঃ গোলাম মোর্শেদ

 

এনএসআই (NSI/CNP) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২১

পরীক্ষার তারিখঃ ১১ সেপ্টেম্বর ২০২১

 

পদের নাম

  • ক. কম্পিউটার টেকনিশিয়ান
  • খ. রেডিও টেকনিশিয়ান
  • গ. ওয়্যারলেস অপারেটর
  • ঘ. হিসাবরক্ষক-কাম -ক্যাশিয়ার

 

 

আপডেট…

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২। অফিস সহকারী কাম কম্পিউটার পদের প্রশ্ন সমাধান। …