Breaking News

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি.প্রশ্ন ও উওর

ব‌িভিন্ন ব‌িষয়‌ের জনক

☞ অর্থনীতির জনক কে ?

→ এডামস্মিথ

☞ আধুনিক অর্থনীতির জনক কে ?

→ পল স্যামুয়েলসন

☞ আধুনিক গণতন্ত্রের জনক কে ?

→ জন লক

☞আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে?

→ কোপার্নিকাস

☞ আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ? → সিগমুন্ড ফ্রয়েড

☞ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?

→ এরিস্টটল

☞ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? → নিকোলো মেকিয়াভেলী

☞ ইংরেজি নাটকের জনক কে? 

→ শেক্সপিয়র।

☞ ইতিহাসের জনক কে ?

→ হেরোডোটাস

☞ ইন্টারনেটের জনক কে ? 

→ ভিনটন জি কার্ফ 

☞ WWW এর জনক কে ? 

→ টিম বার্নাস লি ।

☞ ই-মেইল এর জনক কে ? 

→ রে টমলি সন।

☞ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? 

→ এলান এমটাজ

☞ উদ্ভিদবিজ্ঞানের জনক কে ? →থিওফ্রাস্টাস

☞ এনাটমির জনক কে ?

→ আঁদ্রে ভেসালিয়াস

☞ ক্যালকুলাসের জনক কে? 

→আইজ্যাক নিউটন।

☞ গণিতশাস্ত্রের জনক কে ?→আর্কিমিডিস

☞ চিকিত্সাবিজ্ঞানের জনক কে ? →হিপোক্রেটিস

☞ জীবাণুবিদ্যার জনক কে ?

→ লুই পাস্তুর

☞ জ্যামিতির জনক কে ?

→ইউক্লিড

☞ দর্শনশাস্ত্রের জনক কে ?

→সক্রেটিস

☞ প্রাণিবিজ্ঞানের জনক কে ?→এরিস্টটল

☞ বংশগতি বিদ্যার জনক কে? 

→ গ্রেগর জোহান মেন্ডেল

☞ বাংলা উপন্যাসের জনক কে? 

→বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

☞ বাংলা কবিতার জনক কে?

→মাইকেল মধুসূদন দত্ত।

☞ বাংলা গদ্যের জনক কে? 

→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

☞ বাংলা নাটকের জনক কে? 

→দীন বন্ধু মিত্র।

☞ বিজ্ঞানের জনক কে ?

→ থেলিস

☞ বীজগণিতের জনক কে ?

→আল-খাওয়ারিজম

☞ ভূগোলের জনক কে ?→ইরাতেস্থিনিস

☞ মনোবিজ্ঞানের জনক কে ?→উইলহেম উন্ড

☞ রসায়নের জনক কে ?→

→জাবির ইবনে হাইয়ান

☞ শারীরবিদ্যার জনক কে ?→উইলিয়াম হার্ভে

☞ শ্রেণিবিদ্যার জনক কে ?→ক্যারোলাস লিনিয়াস

☞ সামাজিক বিবর্তনবাদের জনক কে? 

→হার্বাট স্পেন্সর।

☞ সমাজবিজ্ঞানের জনক কে ?→অগাস্ট কোৎ

 

কম্পিউটার ও প্রযুক্তি: ১

☞কম্পিউটারের আবিষ্কারক ক‌ে ?

হাওয়ার্ড আইকেন

►কম্পিউটারের জনক — চার্লস ব্যাবেজ

► আধুনিক কম্পিউটারের জনক — জন ভন নিউম্যান

►মাইক্রোকম্পিউটারের জনক —হেনরি এডওয়ার্ড রবাট

► বাইনারী গণিতভিত্তিক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার — এবিসি

►প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার —এনিয়াক-১

►বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার — ইউনিভ্যাক-১

►বাণিজ্যিক ভিত্তিতে উত্পাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার —মার্ক-১

►বিশ্বের প্রথম মিনি কম্পিউটার >> পিডিপি-১

►ট্রানজিস্টার ভিত্তিক প্রথম কম্পিউটার —TX-O

► ট্রানজিস্টার ভিত্তিক প্রথম মিনিকম্পিউটার— পিডিপি-৮

► IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটালকম্পিউটার— IBM system 360

► মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার— এ্যালটেয়ার ৮৮০

►বাণিজ্যিক ভিত্তিতে মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার>> ইনটেল-৪০০৪

► বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় —১৯৬৪ সালে পরমাণু শক্তি

►কেন্দ্র,ঢাকায়।IBM-1620 মডেলের মেইনফ্রেম কম্পিউটার।

►বাংলাদেশে প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু হয় —- ১৯৮৪ ।

►বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়— ১৯৯০ সালে।

►পৃথিবীতে প্রথম ল্যাপটপ আসে>> ১৯৮১, এপসন

► বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি >যুক্তরাষ্ট্রের আটলান্টায়

►বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার— সিডিসি-৬৬০০

► বিশ্বের প্রথম সুপার কম্পিউটারের নাম >> তিয়ানহে-২(চীন)

► ‘পরম‘ নামে সুপার কম্পিউটার তৈরি করেছে> ভারত

► বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো>> IBM RS/6000

পূর্ণরূপ

► HTTP — Hyper Text Transfer Protocol.

► HTTPS — Hyper Text Transfer Protocol Secure.

► IP — Internet Protocol.

► URL — Uniform Resource Locator.

► USB — Universal Serial Bus.

► VIRUS — Vital Information Resources Under Seized.

► 3G — 3rd Generation.

► GSM — Global System for Mobile

গুরুত্বপূর্ণ কিছু ইংরেজী শব্দের অর্থ

Apiculture = মৌমাছি পালন বিজ্ঞান

Aviculture = পাখিপালন বিজ্ঞান

Sericulture = রেশমচাষ বিজ্ঞান

Horticulture = উদ্যানপালন বিদ্যা

Pearl Culture = মুক্তা চাষ

Herbal = ভেষজ

Pesticide / Insecticide = কীটনাশন

Piscicultre = মাছ চাষ বিজ্ঞান

Flora = উদ্ভিদকূল

Fauna = প্রাণিকুল

Entomology = কীটপতংঙ্গ সম্পর্কিত বিদ্যা

Genetics = জ়ীনতত্ত্ব বা বংশগতি সম্পর্কিত বিদ্যা

Physiology = শরীরবিদ্যা

Evolution = বিবর্তন সম্পর্কিত বিদ্যা

Microbiology = অণুজীব বিদ্যা

Anthropology = নৃ-বিজ্ঞান

Anatomy = শারীর বিদ্যা

Ecology = বাস্তুবিদ্যা

Geology = ভূতত্ত্ব বিদ্যা

Ophthalmology = চক্ষুবিজ্ঞান

Dermatology = চর্মরোগ বিজ্ঞান

Neurology = স্নায়ু বিজ্ঞান

Nephrology = রেচনতন্ত্র বিজ্ঞান

®®® ভূগোল ও পরিবেশ ®®®

১. Geography শব্দের বাংলা প্রতিশব্দ কী? উত্তর : ভূগোল।

২. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে? 

উত্তর : গ্রিস। 

৩. তার নাম কী? উত্তর: ইরাটসথেনিস।

৪. ' Perspectives on the nature of Geography' বইটি কত সালে প্রকাশিত? 

উত্তর : ১৯৫৯ সালে। 

৫. ভূগোলের শাখা কয়টি? উত্তর : ৯টি। 

৬. মাধ্যমিক স্তরে কোন কোন শাখা পড়ানো হয়? উত্তর : A ধরনের।

৭. মহাকাশে অসংখ্য কী রয়েছে? 

উত্তর : জ্যোতিষ্ক। 

৮. সূর্য কী? উত্তর : নক্ষত্র।

৯. চাঁদ কী? উত্তর : উপগ্রহ।

১০. নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কী? 

উত্তর : জ্বলন্ত বাষ্পপিণ্ড।

১১. নিজস্ব আলো ও উত্তপ আছে কার? উত্তর : নক্ষত্রের।

১২. পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কী? উত্তর : সূর্য।

১৩. সূর্য থ‌েকে পৃথিবীর দূরত্ব কত? 

উত্তর : ১৫ কোটি কি. মি.।

১৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 

উত্তর : ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।

১৫. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 

উত্তর : ১ মি. ২০/৩০ সে.।

১৬. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর : প্রক্সিমা সেন্টারাই।

১৭. পৃথিবী থেকে তার দূরত্ব কত? 

উত্তর : ৩৮ লাখ কোটি কি. মি.।

১৮. গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কী বলে? উত্তর : ছায়াপথ।

১৯. ছায়াপথ কোন আকাশে দেখা যায়? উত্তর : উত্তর-দক্ষিণ।

২০. উল্কার অপর নাম কী? 

উত্তর : ছুটন্ত তারা।

২১. ইংরেজিতে একে কী বলে? 

উত্তর : Meteor.

২২. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন? 

উত্তর : এডমন্ড হ্যালি।

২৩. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? 

উত্তর : 76 বছর।

২৪. সর্বশেষ কবে দেখা গেল? 

উত্তর : ১৯৮৬ সালে।

২৫. পরবর্তীতে কবে দেখা যাবে? 

উত্তর : ২০৬২ সালে।

২৬. ধূমকেতুর ইংরেজি নাম কী? 

উত্তর : Comet.

২৭. কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে? 

উত্তর: গ্রিক শব্দ komet থেকে

২৮. Komet অর্থ কী? 

উত্তর : এলোকেশী।

২৯. গ্রহের নিজস্ব কী নেই? 

উত্তর : আলো ও তাপ।

৩০. গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে? উত্তর : সূর্য থেকে।

৩১. সৌরজগতের কয়টি গ্রহ আছে? উত্তর : ৮টি।

৩২. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? উত্তর : চাঁদ।

৩৩. কোন কোন গ্রহের উপগ্রহ নেই? উত্তর : বুধ ও শুক্র।

৩৪. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি? 

উত্তর : শনি। ২২টি

৩৫. সূর্য কোন বর্ণের? উত্তর : হলুদ।

৩৬. সূর্যের ব্যাস কত? 

উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।

৩৭. সূর্যের ভর কত? 

উত্তর : ১.৯৯*১০১৩ কিলোগ্রাম।

৩৮. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত?

উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।

৩৯. কোনটি সবচেয়ে বড় গ্রহ? 

উত্তর : বৃহস্পতি।

৪০. সবচেয়ে ছোট গ্রহ কোনটি? 

উত্তর : বুধ।

৪১. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত? উত্তর : বুধ।

৪২. সূর্য থেকে বুধের দূরত্ব কত? 

উত্তর : ৫.৮ কোটি কি.মি.।

৪৩. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে? উত্তর : ৮৮ দিন।

৪৪. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে? উত্তর : ৫৮ দিন, ১৭ ঘণ্টা।

৪৫. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই? 

উত্তর : বুধ।

৪৬. আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়? উত্তর : মেরিনার-১০

৪৭. শুক্র গ্রহের অপর নাম কি? 

উত্তর : শুকতারা বা সন্ধ্যাতারা।

৪৮. সূর্য থেকে শুক্রের দূরত্ব কত? উত্তর : ১০.৮ কোটি কি.মি.।

৪৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর : শুক্র।

৫০. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে? উত্তর : Delta.

সবার পোপাইল এ শেয়ার করে রাখতে পারেন

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

পিএসসি নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার নীতিমালা ২০২৩ pdf Download

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (পিএসসি) কর্তৃক প্রণীত ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত নন-ক্যাডার নিয়োগ …