Breaking News
Home / 7th Govt. College Notice / বছর ঘুরলেও ফল পায় না ৭ কলেজের শিক্ষার্থীরা!

বছর ঘুরলেও ফল পায় না ৭ কলেজের শিক্ষার্থীরা!

এক বছরের বেশি সময় পার হলেও  ফল পায় নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলজের শিক্ষার্থীরা। স্নাতক (পাস) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের লিখিত পরীক্ষা ২০১৮ সালের ১৭ জানুয়ারি শেষ হলেও এখনো প্রকাশিত হয় নি ফলাফল। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাসীনতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। 

স্নাতক (পাস) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী জাহিদ মাহমুদ বলেন, “সেশনজটের খপ্পরে পড়েছি আমরা।২০১৬ সালে প্রথম বর্ষ শেষ হওয়ায় কথা থাকলেও ২০১৯ সালে এসেও এখনো প্রথম বর্ষ শেষ হয় নি “

 এছাড়াও সম্প্রতি প্রকাশিত স্নাতক সম্মান ২০১২-১৩ চতুর্থ বর্ষ এবং স্নাতক (পাস) ২০১২-১৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের ফলাফলে নানারকম অসংগতি দেখা গিয়েছে । সব বর্ষে পাশ থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীর সিজিপিএ আসে নি। ফল নিয়ে কারও আপত্তি থাকলে তা লিখিতভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে অভিযোগ দিতে বলা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সজীব হোসাইন জানান ” ঢাবি আমাদের জীবনটা শেষ করে দিয়েছে। এক বছর পর ফাইনাল ইয়ারের ফল প্রকাশ করলেও তা ভুলে ভরা। 

 

 

 

About Sydur Rahman Tanvir

Check Also

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময়সূচী প্রকাশ

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময়সূচী প্রকাশ  

৭ কলেজের পরবর্তী পরীক্ষা ও ফলাফলের সম্ভাব্য সময়সূচীঃ৭ কলেজের পরবর্তী পরীক্ষা ও ফলাফলের সম্ভাব্য সময়সূচীঃ ..

  ৭ কলেজের পরবর্তী পরীক্ষা ও ফলাফলের সম্ভাব্য সময়সূচীঃ … ★পরীক্ষাসমূহঃ….. ★ মাস্টার্স শেষপর্ব (২০১৪-১৫) …

মাস্টার্স ১ম পর্ব কেন্দ্র তালিকা পরিবর্তন

২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব কেন্দ্র তালিকা পরিবর্তন করা হয়েছে 

স্নাতক ৪র্থ বর্ষের ফরম পূরনের বিজ্ঞপ্তি প্রকাশ

স্নাতক ৪র্থ বর্ষের ফরম পূরনের বিজ্ঞপ্তি প্রকাশ অনার্স ৪র্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত, গ্রেডন্নোয়নের ফরম ফিলাপের …

মাস্টার্স ১ম পর্ব রুটিন ও কেন্দ্র তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি সাতটি কলেজের মাস্টার্স ১ম পর্বের রুটিন ও কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। …