এক বছরের বেশি সময় পার হলেও ফল পায় নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলজের শিক্ষার্থীরা। স্নাতক (পাস) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের লিখিত পরীক্ষা ২০১৮ সালের ১৭ জানুয়ারি শেষ হলেও এখনো প্রকাশিত হয় নি ফলাফল। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাসীনতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা।
স্নাতক (পাস) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী জাহিদ মাহমুদ বলেন, “সেশনজটের খপ্পরে পড়েছি আমরা।২০১৬ সালে প্রথম বর্ষ শেষ হওয়ায় কথা থাকলেও ২০১৯ সালে এসেও এখনো প্রথম বর্ষ শেষ হয় নি “
এছাড়াও সম্প্রতি প্রকাশিত স্নাতক সম্মান ২০১২-১৩ চতুর্থ বর্ষ এবং স্নাতক (পাস) ২০১২-১৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের ফলাফলে নানারকম অসংগতি দেখা গিয়েছে । সব বর্ষে পাশ থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীর সিজিপিএ আসে নি। ফল নিয়ে কারও আপত্তি থাকলে তা লিখিতভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে অভিযোগ দিতে বলা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী সজীব হোসাইন জানান ” ঢাবি আমাদের জীবনটা শেষ করে দিয়েছে। এক বছর পর ফাইনাল ইয়ারের ফল প্রকাশ করলেও তা ভুলে ভরা।