Breaking News

পাঁচ দফা দাবিতে ফের আন্দোলনের ডাক ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের

পাঁচ দফা দাবিতে ফের আন্দোলনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী ৮ই অক্টোবর সকাল ৯টায়  জাতীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

আজ শাহবাগ  জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিক্ষোভের ডাক দেন সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দবিগুলো হলো-

  •  ১২০০শ, শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহার
  • ৪র্থ ও ২য় বর্ষের ফলাফল অবিলম্বে প্রকাশ,
  • একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ,
  • ৩য় বর্ষের রুটিন প্রকাশ
  • অধিভুক্ত ৭ কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট

Apply Now by Online

Apply Online Here

বিক্ষোভ সমাবেশ শেষে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষাথীরা। 

এর আগে সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী বিষয়টি সমধান করেন। 

প্রক্টর আমজাদ আরো জানিয়েছেন, অধিভুক্ত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক শুধুমাত্র একাডেমিক। তারা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, হল, পরিবহন সংক্রান্ত কোনো সুবিধা পাবে না। অধিভুক্ত শিক্ষার্থীদের যদি কোনো সমস্যা থাকে তাহলে নিজ নিজ ক্যাম্পাসে সমাধানের জন্য তারা কাজ করবে। এরপর কলেজ প্রশাসন শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবে। বিষয়টা পদ্ধতি মেনেই হতে হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।

 

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Sydur Rahman Tanvir

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

সরকারি সাত কলেজ অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি ২০২৩

২০২২ সনের ২য় বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি। পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ঢাকা …